
বলিউডের একই নাম কিন্তু ভিন্ন কাহিনীর সিনেমাগুলো!
বলিউড সিনেমাগুলো ধীরে ধীরে নতুন নতুন কাহিনীর অভাবে ভুগছে এবং কিন্তু নতুন সিনেমাগুলো সাফল্যের মুখ ঠিকই দেখছে। কিন্তু মাঝে মাঝেই তারা আগে বানানো সিনেমার নাম হুবুহু নকল করে নতুন কোন সিনেমা বানায় যদিও দুটি সিনেমার কাহিনীতেই তেমন কোন মিল নেই।
দিলওয়ালে
desimartini.com
অজয় এবং রাভিনার দিলওয়ালের চেয়ে শাহরুখের দিলওয়ালে বেশ আলাদা!
হেরা ফেরি!
desimartini.com
প্রথম সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং বিনোদ খান্না; দ্বিতীয় সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় খান্না এবং সুনীল শেঠী। দ্বিতীয়টি দেখে হাসেন নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
মি. এক্স
desimartini.com
অদৃশ্য হওয়ার একই ধারণা নিয়ে বানানো হলেও এই সিনেমা দুটির কাহিনী ভিন্ন।
desimartini.com
অমিতাভের এই সিনেমা ত্রিভুজ প্রেমের কাহিনী হলেও নতুন দোস্তানা একটু আলাদাই!
গোলমাল
desimartini.com
দুইটাই চরম হাস্যকর সিনেমা দুটি ভিন্ন কাহিনী নিয়ে।
খুবসুরাত
desimartini.com
একটিতে রেখা, মাঝেরটিতে সঞ্জয় দত্ত এবং উর্মিলা আর শেষেরটিতে সোনম কাপুর। আলাদা তিন সিনেমা একই নামে!
বাদশাহ
desimartini.com
তিন বাদশাহের তিন সিনেমা!
desimartini.com
কাহিনীর মূলে বৃষ্টি থাকলেও তিনটি সিনেমাই বেশ আলাদা!
এজেন্ট বিনোদ
desimartini.com
সাইফের বহু আগেই অমিতাভ এজেন্ট বিনোদ হয়েছিলেন।
আঁখে
desimartini.com
গোবিন্দেরও একই নামে আরেকটা সিনেমা আছে কিন্তু এই দুটির কাহিনী একটু গম্ভীর অন্যদিকে গোবিন্দেরটা কমেডি।
দুশমন
desimartini.com
দুইটাই একশনধর্মী কিন্তু আলাদা কাহিনী।
দিল্লাগি
desimartini.com
সানি এবং ববি দেওলের বাবা ধর্মেন্দ্র অনেক আগেই দিল্লাগি বানিয়েছেন কিন্তু দুটি সিনেমায় কেবল নামেরই মিল!
ফারিব
desimartini.com
নাম ছাড়া এই দুটি ছবির আরেকটা মিল আছে, দুইটাই ফ্লপ।
বাজি
desimartini.com
দেব আনন্দের বাজিকে যতটা ক্লাসিক বলা যায় আমিরের বাজিকে তা বলা কষ্ট।
desimartini.com
হাতিয়ার
desimartini.com
দুইটিই সঞ্জয় দত্তের সিনেমা কিন্তু দুটিই ভিন্ন কাহিনী।
শানদার
desimartini.com