
পুরুষদের পাহাড়সম বুদ্ধি ও সৃজনশীলতার কাছে মেয়েরা ক্ষুদ্র বালিকণা
পুরুষেরা তাদের উদ্ভাবনী দক্ষতা দিয়ে পৃথিবীকে তাক লাগিয়ে দিতে কখনোই ব্যর্থ হন না। হোক সেটা ছাতা কিংবা হেলমেটের পরিবর্তে অন্য মানানসই কিছু দিয়ে প্রতিস্থাপন করা, অথবা তাদের নতুন ধারণা যা তাদের জীবনকে কিছুটা সহজ করতে পারে- পুরুষেরা জন্মগতভাবেই অসাধারণ সৃষ্টিশীল এবং তারা " হতাশাজনক পরিস্থিতির জন্য চাই দুর্দান্ত কোন সমাধান।" এই মন্ত্রে বিশ্বাসী।
১. নাই পুল তাতে কি আমরা সবসময়ই কুল!
© nameslesscynic / imgur
২. যদি বাচ্চাদের এটা ভেতরে রাখতে পারে তাহলে বাইরে ও রাখতে পারবে।
© unknown / imgur
৩. ছাতা নাই? চেয়ার তো আছে! অস্থির হওয়ার প্রয়োজন নেই।
© robdob11 / imgur
৪. ডাক্ট ট্যাপের ১০১ রকম ব্যবহার!
© memeguy
৫. যখন গাড়ির এয়ার কন্ডিশন খারাপ হয় তখন আমরা পুরুষেরা এভাবেই তা ঠিক করে নেই!
© dumpaday
৬. চপ্পলের ফিতা ছিঁড়ে গেছে? আমরা স্ক্রুপ দিয়ে লাগিয়ে নেবো!
© Bandee85 / cheezburger
৭. আমি ঘুমালেও আমার চোখ কিন্তু তোমাদের জন্য খোলা রেখেছি একদম ই দেখাদেখি করবে না! হুম! নিচে সে ঘুমাচ্ছে আর ছাত্রছাত্রীদের বোকা বানাচ্ছে এভাবে!
© unknown / reddit
৮. সাইকেলের সামনের চাকা নাই? কোন সমস্যা নাই। শুধু এভাবে স্কেইট লাগিয়ে ঠিক করে নিন।
© unknown / reddit
৯. আহা একদম ই শ্রী শ্রী পণ্ডিত মহাশয়। হেলমেটের জায়গায় রঙের পটের ব্যবহার। তুসি গ্রেট হো পাজি!
© unknown / reddit
১০. ভাঙ্গা হেডলাইটের জন্য একটি দ্রুত সমাধানমূলক অসাধারণ কর্মকান্ড!
© nitengale329 / reddit
১১. গাড়ী একদম ই জীর্ণ শীর্ণ? বসার আসন ও নেই? সমস্যা নাই একটা চেয়ার হলেই চলবে।
© bemethis
১২. আপনার পুরোনো গাড়ীর উপযুক্ত ব্যবহার এর চেয়ে ভালো কি করে হতে পারে?
© unknown / tumblr
১৩. অন্য দুইজন একটা হেলমেট ও পড়ে নাই আর বিজ্ঞ রাইডার কিন্তু আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল!
© unknown / reddit
১৪. তারা আমার অনুপস্থিতি টের ই পাবে না!
© piximus
১৫. ঘুমের জন্য টেবিল বিছানা!
© unknown / cheezburger
১৬. মি. বিন খুব গর্বিত হতেন?
© firecracker0418 / imgur
১৭. ঘাস কর্তনের সহজ ও দ্রুত উপায়!
© unknown / imgur
১৮. অফিসে ঘুমানোর পরিপূর্ণ বন্দোবস্ত
© acidcow
১৯. আমার গাড়ী চালাতে চাকা লাগে না গাছ হলেই যথেষ্ট!
© psuedon / imgur
২০. টুপি ভুলে আনেন নি? রোদের তাপে খেলা কি করে উপভোগ করবেন? বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না!
© LMidnight / reddit
২১. সূর্য তোরে আমি দেখে নিবো!
© unknown / imgur
২২. ব্যবহারিকভাবে এটা বেশ কার্যকরি!
© acidcow
২৩. সমস্যা সমাধান!
© unknown / imgur
কোন ছবিটা আপনাদের ভালো লেগেছে আমাদের কমেন্টে জানান। সাথে থাকআর জন্য অসংখ্য ধন্যবাদ...