
ইতিহাস বদলে দেওয়া বলিউড সিনেমাগুলো
হিট, ব্লকবাস্টার কিংবা দর্শক-সমালোচকদের প্রশংসা সিনেমা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট নয়। হিট, ব্লকবাস্টার কিংবা সমালোচকদের প্রশংসা না পেলেও, প্রত্যকে ইন্ডাস্ট্রিতে এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে আজীবনের জন্য। ইতিহাস বদলে দেওয়া এমনই কিছু বলিউড সিনেমা সম্পর্কে জানবো আজকের আয়োজনে। চলুন জেনে নেওয়া যাক-
১০. বাহুবলী
বাহুবলী
রাজমৌলি পরিচালিত বাহুবলী সিরিজের সিনামাগুলো বাজেটের দিক থেকে হলিউড সিনেমাকেও হার মানায়। আয়ের দিক থেকে বলিউডের সকল রেকর্ড নিজের করে নিয়েছে সিনেমা দুটি। এমনকি হলিউডেও টপচার্টে স্থান করে নেয় বাহুবলী ও বাহুবলী-২।
৯. গ্যাংস অফ ওয়াসিপুর
গ্যাংস অফ ওয়াসিপুর
অনুরাগ কাশ্যপ পরিচালিত তিন প্রজন্মের প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত গ্যাংস্টার টাইপ এই সিনেমাটি স্থান করে নিয়েছে বলিউডের সেরা সিনেমার তালিকায়।
৮. পথের পাঁচালি
পথের পাঁচালি
গুণী নির্মাতা সত্যজিৎ রায় পরিচালিত ফার্স্ট জেম অফ বলিউড সিনেমা 'পথের পাঁচালি' শুধুমাত্র ভারতবর্ষেই নয়, সম্ভবত সমগ্র বিশ্বে বহুল পরিচিত। পৃথিবীর অনেক দেশের সিনেমার ক্লাসে এই সিনেমা নিয়ে পড়ানো হয়। যেমনটা অন্যকোন বলিউড সিনেমার ক্ষেত্রে হয় না।
৭. দ্য লাঞ্চবক্স
দ্য লাঞ্চবক্স
মানুষের সিম্পলিসিটি ও অব্যক্ত প্রেম নিয়ে নির্মিত 'দ্য লাঞ্চবক্স' সিনেমাটি বেশ প্রশংসিত ও অনেক পুরষ্কার বিজয়ী একটি সিনেমা। অনেকের ধারণা অস্কার কমিটির দূর্ভাগ্য যে, তারা এই সিনেমাটিকে অস্কার দিতে পারেনি।
৬. থ্রি ইডিয়টস
থ্রি ইডিয়টস
রাজকুমার হিরানি পরিচালিত, মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান, কারিনা কাপুর, আর মাধবন, শারমান যোশি ও বোমান ইরানি অভিনীত এই সিনেমাটি দেখননি এমন মানুষ খুব কমই রয়েছেন।
৫. লগন
লগন
ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাজেটের কারণে এই সিনেমা কোন প্রযোজক বানাতে রাজি না হওয়ায়, প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং আমির খান। স্পোর্টস ঘরনার 'লগন' সিনেমাটি বলিউড সিনেমায় নতুন দিগন্তের উন্মোচন করেছিল, হয়েছিল ব্যবসাসফল, গিয়েছিল অস্কারের মঞ্চেও।
৪. দিল চাহতা হ্যায়
দিল চাহতা হ্যায়
আমির খান, অক্ষয় খান্না ও সাইফ আলি খান অভিনীত এই সিনেমাটি আহামরি ব্যবসা করতে না পারলেও, তিন বন্ধুর কাহিনী নিয়ে নির্মিত 'দিল চাহতা হ্যায় সিনেমাটি বদলে দিয়েছিল কমার্শিয়াল বলিউড সিনেমার জগতকে।
৩. শোলে
শোলে
রমেশ সিপ্পি পরিচালিত, ধর্মেন্দ্র, অমিতাভ ও আমজাদ অভিনীত 'শোলে' সিনেমার সবকিছুই ছিল স্পেশাল। বলিউডের ইতিহাসে এখনো এই সিনেমার জুড়ি মেলা ভার। সবচেয়ে বেশি হলে চলার রেকর্ডও দখলে নিয়েছিল কালজয়ী এই সিনেমা। পরবর্তিতে যা দখলে নেয় শাহরুখ-কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' সিনেমাটি।
২. মাদার ইন্ডিয়া
মাদার ইন্ডিয়া
মেহবুব খান পরিচালিত জমিদার ও মহাজনপ্রথার বিরুদ্ধে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছিলেন নার্গিস, মনোজ কুমার ও সুনীল দত্ত। অস্কারে যাওয়া প্রথম বলিউড সিনেমা 'মাদার ইন্ডিয়া'।
১. মুঘল-এ-আজম
মুঘল-এ-আজম
বিখ্যাত চলচ্চিত্রকার কে আসিফ পরিচালিত এবং সফররাজ পাল্লোনঝি প্রযোজিত এই সিনেমাটি তৈরি করতে সময় লেগেছিল ১৫ বছর! দিলীপ কুমার, মধুবালা, এবং পৃথ্বীরাজ কাপুর অভিনীত এই সিনেমাটি দেখননি এমন বলিউড প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর।
এই ১০টি সিনেমার মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ...