
বলিউডের সেরা তারকাদের করা ভৌতিক চলচ্চিত্রগুলো আগাগোড়াই ব্যর্থতা!
বলিউড প্রতিবছর রেকর্ড সংখ্যাক চলচ্চিত্র আমাদের উপহার দেয়। এরমধ্যে রোমান্স, ড্রামা, অ্যাকশন, থ্রিলার, বায়োপিক, কমেডি, হরর সব ধরনের চলচ্চিত্রই আছে। বলিউডের প্রযোজক ও পরিচালকদের জন্য হরর চলচ্চিত্র সবসময়ই একটি আকর্ষণীয় ব্যবসা। এরজন্য কম বাজেট লাগে এবং হিট হলে প্রচুর আয় উঠে আসে।
যদিও বলিউডের হরর চলচ্চিত্রগুলো বেশিরভাগ হলিউড ও কোরিয়ান চলচ্চিত্র থেকে নেওয়া হয়েছে, তবুও মাঝে মাঝে কিছু মৌলিক চলচ্চিত্র দেখা যায় যা বক্সঅফিসে ভালো ব্যবসা করে। হরর চলচ্চিত্রগুলো বলিউডের তারকাদের নতুন পরীক্ষার একটা জায়গা।
অনেক এ-লিস্টেড বলিউড তারকা হরর চলচ্চিত্র করেছেন যার বেশিরভাগ ফ্লপ হয়েছে। এই বলিউড তারকাদের নিয়েই আমাদের আজকের এই আয়োজন।
অভিনেতার নাম- ববি দেওল
হরর চলচ্চিত্র- হেল্প
চলচ্চিত্রের আয়- ২.২৯ কোটি রুপী
source: internet
ববি দেওল 'হেল্প' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ২.২৯ কোটি রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা।
অভিনেতার নাম- নওয়াজউদ্দিন সিদ্দিকী
হরর চলচ্চিত্র- আত্মা
চলচ্চিত্রের আয়- ৮ কোটি রুপী
source: internet
নওয়াজউদ্দিন সিদ্দিকী 'আত্মা' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ৮ কোটি রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা।
অভিনেতার নাম- অক্ষয় কুমার
হরর চলচ্চিত্র- জানে দুশমন
চলচ্চিত্রের আয়- ১০.৭২ কোটি রুপী
source: internet
অক্ষয় কুমার 'জানে দুশমন' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ১০.৭২ কোটি রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা। এটার কাহিনী খুবই বাজে ছিল। ভুতুড়ের চেয়ে অদ্ভুতুড়ে বেশি ছিল এটা!
অভিনেতার নাম- এমরান হাশমি
হরর চলচ্চিত্র- রাজ- রিবুট
চলচ্চিত্রের আয়- ২৪ কোটি রুপী
source: internet
এমরান হাশমি 'রাজ- রিবুট' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ২৪ কোটি রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা। তবে এর আগে করা 'রাজ' চলচ্চিত্রটি হিট হয়েছিল।
অভিনেতার নাম- অনিল কাপুর
হরর চলচ্চিত্র- ডারনা জরুরী হ্যায়
চলচ্চিত্রের আয়- ৬.৪২ কোটি রুপী
source: internet
অনিল কাপুর 'ডারনা জরুরী হ্যায়' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ৬.৪২ কোটি রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা।
অভিনেতার নাম- সানি দেওল
হরর চলচ্চিত্র- জানে দুশমন
চলচ্চিত্রের আয়্মন১০.৭২ কোটি রুপী
source: internet
সানি দেওল 'জানে দুশমন' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ১০.৭২ কোটি রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা। এটার কাহিনী খুবই বাজে ছিল। ভুতুড়ের চেয়ে অদ্ভুতুড়ে বেশি ছিল এটা!
অভিনেতার নাম- জন আব্রাহাম
হরর চলচ্চিত্র- সায়া
চলচ্চিত্রের আয়- ৩.২৩ কোটি রুপী
source: internet
জন আব্রাহাম 'সায়া' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ৩.২৩ কোটি রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা।
অভিনেতার নাম- কারিশমা কাপুর
হরর চলচ্চিত্র- পাপি গুড়িয়া
চলচ্চিত্রের আয়- ৪৫ লাখ রুপী
source: internet
কারিশমা কাপুর 'পাপি গুড়িয়া' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ৪৫ লাখ রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা।
অভিনেতার নাম- অমিতাভ বচ্চন
হরর চলচ্চিত্র- ডারনা জরুরী হ্যায়
চলচ্চিত্রের আয়- ৬.৪২ কোটি রুপী
source: internet
অমিতাভ বচ্চন 'ডারনা জরুরী হ্যায়' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ৬.৪২ কোটি রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা।
অভিনেতার নাম- উর্মিলা মাতেন্ডকর
হরর চলচ্চিত্র- ন্যায়না
চলচ্চিত্রের আয়- ৪.৮ কোটি রুপী
source: internet
উর্মিলা মাতেন্ডকর 'ন্যায়না' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ৪.৮ কোটি রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা।
অভিনেতার নাম- টাবু
হরর চলচ্চিত্র- হাওয়া
চলচ্চিত্রের আয়- ৩.৭৫ কোটি রুপী
source: internet
টাবু 'হাওয়া' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ৩.৭৫ কোটি রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা।
অভিনেতার নাম- বিপাশা বসু
হরর চলচ্চিত্র- এলোন, ক্রিয়েচার ৩ডি
চলচ্চিত্রের আয়- ১৮ কোটি, ১৪.৫ কোটি রুপী
source: internet
বিপাশা বসু 'এলোন', ক্রিয়েচার ৩ডি' এসব বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা যথাক্রমে মাত্র ১৮ কোটি ও ১৪.৫ কোটি রুপী আয় করেছিল। এছাড়াও তিনি 'ডারনা জরুরী হ্যায়', 'রুদ্রাক্ষ', 'আত্মা' নামক বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন যার সবগুলোই ফ্লপ হয়েছে।
অভিনেতার নাম- সঞ্জয় দত্ত
হরর চলচ্চিত্র- রক্ত, রুদ্রাক্ষ
চলচ্চিত্রের আ্য়- ৫.৩৪ কোটি, ৫.৮৯ কোটি রুপী
source: internet
সঞ্জয় দত্ত 'রক্ত', রুদ্রাক্ষ' এসব বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা যথাক্রমে মাত্র ৫.৩৪ কোটি ও ৫.৮৯ কোটি রুপী আয় করেছিল। দুটোই বিশাল ফ্লপ হয়েছে।
অভিনেতার নাম- সাইফ আলি খান
হরর চলচ্চিত্র- গো গোয়া গন
চলচ্চিত্রের আয়- ২৪ কোটি রুপী
source: internet
সাইফ আলি খান 'গো গোয়া গন' নামে একটি বলিউড হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা মাত্র ২৪ কোটি রুপী আয় করেছিল। বিশাল একটা ফ্লপ ছিলো এটা।
অভিনেতার নাম- সালমান খান
হরর চলচ্চিত্র- সূর্যবংশী
চলচ্চিত্রের আয়- ১.৫ কোটি
source: internet
বলিউডের খানদের মধ্যে একমাত্র সালমান খান হরর চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে ভাইজানের লুক সবাইকে অবাক করবে। ভাইজানের ফ্যান যারা আছেন তারা কি এই চলচ্চিত্রটি দেখেছেন? 'সূর্যবংশী' নামক এই চলচ্চিত্রটি মাত্র ১.৫ কোটি রুপী আয় করেছিল যা ছিল বিশাল একটি ফ্লপ। ভাইজানের ক্যারিয়ারে সবচেয়ে বড় ফ্লপ বলা যায় এই চলচ্চিত্রটিকে।
আমাদের লক্ষ্য থাকে সবসময় নতুন কিছু আপনাদের জানানোর। আপনারা নতুন কিছু জানতে পারলে আমাদের আয়োজন সফল হয়।
আমাদের আয়োজন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।