
ব্যচেলর জীবন সহজ করতে এই লাইফ হ্যাকসগুলো অবশ্যই মেনে চলুন
অনেকেই বলে থাকেন ব্যচেলর জীবন আর কুকুরের জীবনের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। সত্যি কি তাই? দিনের পর দিন কাপড় চোপড় বালতিতে ভিজিয়ে ফেলে রাখা, নোংরা থালা-বাসন গুলোকে দিনের পর দিন রান্না ঘরে ফেলে রাখা ব্যাচেলরদের প্রতিদিনের সমস্যা। যে সকল সমস্যার মুখোমুখি বিবাহিতদের হতে হয় না। আমরা আজ এমন কিছু লাইফ হ্যাক আপনাদেরকে দেখাবো যেগুলো আপনি মেনে চললে আপনার ব্যাচেলর জীবনটা কঠিন থেকে খুবই সহজে পরিণত হবে। চলুন দেখা যাক।
১. কলার ফানার গোড়ায় প্লাস্টিকের পলিথিন দিয়ে মুড়িয়ে রাখুন এতে করা দীর্ঘ সময় ধরে ভালো থাকবে।
IMAGE CREDIT: INSTRUCTABLES.COM
২. পেপারের ক্লিপগুলো আপনি আপনার ফ্রিজে থাকা বিয়ারের বোতল ঠিকভাবে রাখার জন্য ব্যবহার করতে পারেন। এতে করে সেগুলো একটি অন্যটি থেকে আলাদা হয়ে পড়বে না।
IMAGE CREDIT: IMAGES.COMPLEX.COM
৩. যদি আপনার ল্যাপটপ ঠান্ডা করার কুলার না থাকে তাহলে আপনি ডিমের খাঁচাকে ল্যাপটপের কুলার হিসেবে ব্যবহার করতে পারেন।
IMAGE CREDIT: EBAUMSWORLD
৪. জুতার মধ্যে প্রায়ই দুর্গন্ধ তৈরি হয় সে ক্ষেত্রে আপনি টি ব্যাগ ব্যবহার করতে পারেন। জুতার মধ্যে টিপে ঢুকিয়ে রাখুন দেখবেন আপনার জুতা আর গন্ধ হবে না।
IMAGE CREDIT: THEHOMEMADEEXPERIMENT.COM
৫. আপনি চাইলে ছবিতে দেখানো এই ধরনের স্ক্রু দিয়ে যেকোনো ধরনের পানীয়ের সিপি খুলতে পারেন খুব সহজেই। সিপি ছিদ্র করে ঘুরিয়ে টান দিলে সহজেই সেটা খুলে ফেলতে পারবেন।
IMAGE CREDIT: EBAUMSWORLD
৬. আলু দীর্ঘদিন সংরক্ষণ করলে সেগুলোতে বীজ হয়ে যায়। এই অবস্থা এখন ওর জন্য আপনি আপেল এর সাথে আলু রাখতে পারেন। তাহলে আলুতে আর অঙ্কুরোদগম হবে না।
IMAGE CREDIT: LIFEHACKER
৭. যদি আপনার জামা ইস্ত্রি করতে আলসেমি লাগে তাহলে আপনি সতর্কভাবে সেটাকে চুলার ফুটন্ত পানির উপরে ঝুলিয়ে রাখতে পারেন। দেখবেন কাপড়ের ভাঁজ সরে গেছে।
Inhouse Production
৮. প্রায়সময় হাতে কোন ধরনের ব্রেসলেট পড়তে সমস্যা তৈরি হয় এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ব্রেসলেট এর একটি অংশ ক্লিপ জাতীয় কোন কিছুর মধ্যে ঢুকিয়ে আঙুলের সাহায্যে ধরে রাখতে পারেন এবং অন্য হাতে আপনি ব্রেসলেটটি খুব সহজে পরে ফেলতে পারেন।
IMAGE CREDIT: SCRAPBOOKSANDSTONES.TUMBLR.COM
৯. আপনি খাবারের বক্সটি সব দিক থেকে খুলে ফেলে সে থাকে তাহলে সে ব্যবহার করতে পারেন এর ফলে আপনি এর উপরই খাবার খাওয়া শেষ করতে পারবেন পাশাপাশি আপনার আর কোন ধোয়ার ঝামেলা থাকবে না।
IMAGE CREDIT: DIPLY
১১. কোন ধরনের কেক জাতীয় খাদ্য বাসি হওয়া থেকে বাঁচাতে আপনি পাউরুটির টুকরাকে কাজে লাগিয়ে ছবিতে দেখানো উপায়ে সেটা ভালো রাখতে পারেন। এক্ষেত্রে পাউরুটি টুকরাগুলো কেটে যে অংশ আপনি ইতিমধ্যে সাবার করেছেন সেখানে টুথপিক দিয়ে গেথে রাখুন। দেখবেন আপনার কেকটি ভালো আছে।
IMAGE CREDIT: API.VIGLINK.COM
১২. রান্নার সময় রান্না বই দেখে দেখে রান্না করা যথেষ্ট কষ্টসাধ্য। এজন্য আপনি রান্না করে রান্নার বইটি ফিঙ্গার দিয়ে ভাবে ঝুলিয়ে রেখে রান্না করতে পারেন।
thriftyfun.com
১৩. বাজারে গিয়ে অনেক ধরনের বাজারের ব্যাগ একসাথে নেয়াটা যথেষ্ট কষ্টসাধ্য। এজন্য আপনি এ ধরনের হাতল ব্যবহার করতে পারেন।
Lifehacks Stack Exchange
১৪. টেনিস বলের কাটা অংশ দিয়ে আপনি চাইলে শক্ত করে আটকে থাকা কোন বোতলের ছিপি নিমিষেই খুলে ফেলতে পারেন।
Дом приколов и юмора
১৫. আপনি গোসলের ক্ষেত্রে এ ধরনের ঘরে তৈরি প্রযুক্তি ব্যবহার করতে পারেন।
IMAGE CREDIT: EBAUMSWORLD
১৬. পরিশেষে শীতকালে আপনার হুডিকে কাজে থাকাকালীন খাদ্যের পাত্র হিসেবে ব্যবহার করতে পারেন এটা সময় ও বেঁচে যাবে এবং কষ্ট ও কমবে।
IMAGE CREDIT: OHGIZMO.COM
বন্ধুরা আমাদের আয়োজন কেমন লাগলো মতামতে জানানোর আবেদন রইল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ....