
যে ১০টি ঘটনা টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ দেখেছে।
লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ একই সময়ে একই কাজ করাটা কোনো ছোটো খাটো বিষয় নয়। টেলিভিশনের ইতিহাসে একইসময়ে সবচাইতে বেশি মানুষ যে ১০টি ঘটনা দেখেছিলো -
১০.প্রেসিডেন্ট জন এফ.কেনেডির অন্ত্যেষ্টিক্রিয়া-১৯৬৩
Photo: Getty Images: STAFF / Staff / AFP
আনুমানিক দর্শকের সংখ্যাঃ ১৮০,০০০,০০০
২২ নভেম্বর, ১৯৬৩। আমেরিকানবাসিদের কাছে খবর পৌছে যায় যে প্রেসিডেন্ট জন এফ.কেনেডিকে ডালাস এ স্নাইপার দ্বারা হত্যা করা হয়েছে। ৩দিন পর তাঁর শোকানুষ্ঠান এর আয়োজন করা হয় এবং আনুমানিক ১৮০ মিলিয়ন মানুষ এই অনুষ্ঠান দেখার জন্য মিলিত হয়। ৯৩ ভাগ আমেরিকান বাসায় টেলিভিশন এ এই আয়োজন দেখেছিলো।
৯.প্রিন্স উইলিয়াম এবং ক্যাথেরিন মিডেল্টন এর বিবাহ-২০১১
Photo: Getty Images: AFP / Stringer / AFP
আনুমানিক দর্শকের সংখ্যাঃ৩০০,০০০,০০০
এপ্রিল ২৯,২০১১ । প্রায় কয়েকশ মিলিয়ন মানুষ ক্যাথরিন এবং প্রিন্স উইলিয়াম এর লন্ডন এ অনুষ্ঠিত হওয়া বিবাহ উপভোগ করেছিলো। প্রায় ১৮৮ দেশের কোটি-কোটি মানুষ ইউটিউবের মাধ্যমে এই বিবাহ দেখেছিলো।
৮.ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনাল ( ভারত বনাম পাকিস্তান )-২০১১
Photo: Getty Images: Graham Crouch / Stringer / Getty Images Sport
আনুমানিক দর্শকের সংখ্যাঃ ৪০০,০০০,০০০
ভারত পারিকাস্তানের খেলা মানেই অন্যরকম উত্তেজনা । ৩০মার্চ,২০১১ যখন মোহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়াম এ খেলাটি অনুষ্ঠিত হয়েছিলো স্টেডিয়াম তারকা,কূটনীতিক এবং দুই দেশের প্রধানমন্ত্রী সহ ৩৫০০০ দর্শকে কানায় কানায় পূর্ন ছিলো।
৭.স্প্রিং ফেস্টিভাল গালা-২০১২
Photo: Getty Images: VCG / Contributor / Visual China Group
আনুমানিক দর্শকের সংখ্যাঃ ৪৯৮,০০০,০০০
দি স্প্রিং ফেস্টিভাল গালা চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) আয়োজিত বার্ষিক অনুষ্ঠান যা চাইনিজ নতুন বর্ষ উদযাপনে আয়োজন করা হয়েছিলো। এই অনুষ্ঠান গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস একত্রে সবচেয়ে বেশি মানুষ উপভোগ করা অনুষ্ঠান গুলোর একটি হিসেবে চিহ্নিত করেছিলো।
৬.মাইকেল জ্যাকসন এর স্মরণে অনুষ্ঠান- ২০০৯
Photo: Getty Images: Pool / Pool / Getty Images Entertainment
আনুমানিক দর্শকের সংখ্যাঃ ৫০০,০০০,০০০
জুলাই ৭, ২০০৯। কিংবদন্তি পপ শিল্পী মাইকেল জ্যাকসন মারা যাওয়ার ১২ দিন পর একটি স্মরণ সেবার আয়োজন করা হয়েছিলো। সরাসরি প্রায় ১৯০০০ হাজার মানুষ সহ ৫০০ মিলিয়নের ও বেশি ভক্ত এই অনুষ্ঠান টেলিভিশন এ উপভোগ করেছিলো।
৫.এপোলো ১১ চাঁদে অবতরণ -১৯৬৯
Shutterstock
আনুমানিক দর্শকের সংখ্যাঃ ৫০০,০০০,০০০
১৯৬৯ এর জুলাই মাসের ২০ তারিখ। অর্ধ বিলিয়নেরও বেশি মানুষ একত্রে আমেরিকান মহাকাশচারীদের চাঁদে প্রথম পা রাখার দৃশ্য দেখেছিলো। যা সেসময় ইতিহাসের সবচাইতে বড় টেলিভিশন দর্শক সংখ্যা ছিলো।
৪.ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনাল ( ইতালি বনাম ফ্রান্স ) - ২০০৬
Eddy LEMAISTRE / Contributor / Corbis Sport
আনুমানিক দর্শকের সংখ্যাঃ ৭১৫,০০০,০০০
৯ জুলাই, ২০০৬ এ বার্লিন এ ইতালি বনাম ফ্রান্স এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছিলো মাঠে উপস্থিত ছিলো প্রায় ৬৯,০০০ দর্শক। সর্বমোট ৭১৫ মিলিয়নের বেশি মানুষ একত্রে এই খেলা উপভোগ করেছিলো। যে খেলায় ইতলি টাই-ব্রেকারের মাধ্যমে জয় লাভ করেছিলো।
৩.আলোহা ফ্রম হাওয়াই- ১৯৭৩
Photo: Getty Images: NBC / Contributor / NBCUniversal
আনুমানিক দর্শকের সংখ্যাঃ ১,০০০,০০০,০০০
১৯৭৩ এর ১৪ই জানুয়ারি । এল্ভিন প্রেস্লে হনুলুলু তে সরাসরি কন্সার্ট সম্পন্ন করে শিরোনাম হয়েছিলেন। স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হওয়া এই কনসার্ট প্রায় ৪০ দেশের এক বিলিয়নের বেশি লোক দেখেছিলো।
২. চিলির খনি শ্রমিকদের উদ্ধার- ২০১০
Getty Images: LatinContent / Stringer / LatinContent WO
আনুমানিক দর্শকের সংখ্যাঃ ১,০০০,০০০,০০০
২০১০ এর আগস্ট মাসে ৩৩ জন শ্রমিক চিলির আতাকামা এর একটি খনিতে আটকা পড়েছিলো। শ্রমিকরা মোট ৬৯ দিন আটকে ছিলো। এক বিলিয়নেরও বেশি মানুষ উদ্ধার কার্যধারা দেখেছে।
১.বেইজিং অলিম্পিক এর উদ্বোধনী অনুষ্ঠান- ২০০৮
Photo: Shutterstock
আনুমানিক দর্শকের সংখ্যাঃ ২,০০০,০০০,০০০
২০০৮ এ আগস্ট মাসের ৮ তারিখ ২০০ কোটিরও বেশি দর্শক একত্রে বেইজিং অলিম্পিক এর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেছিলো। এই সংখ্যা পৃথিবীর ৪ ভাগের ১ ভাগ প্রায়। এটি আয়োজন করতে ১০০ মিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছিলো।