
আপনার কন্ঠ বা স্বর নিয়ে এই উদ্ভট বিষয় গুলো কি আপনি জানেন ?
আপনার স্বরযন্ত্র শব্দ উৎপাদনের যন্ত্রের চাইতে বেশি কিছু। দেখুন আপনার স্বরযন্ত্র নিয়ে মজার কিছু তথ্য
বিমানে অযথা কথা বলা ক্ষতির কারণ হতে পারে।
আপনি যদি গান গাইতে বা কথা বলতে পছন্দ করেন ,আপনার যতটা সম্ভব বিমানে কথা বলা / গান গাওয়া এড়িয়ে চলতে হবে। বিশেষজ্ঞ গ্রেগরি পোস্টমা বলেছেন, বিমানের বাতাস শতকরা ৮ থেকে ১২ ভাগ আর্দ্র থাকে, যা আরিয়োনা মরূভূমির মতই শুষ্ক। খুবই অল্প আর্দ্রতা বিশিষ্ট বাতাস কন্ঠতন্ত্রীর জন্য ক্ষতিকর। তাই আপনার কন্ঠ বাঁচাতে যত কম কথা বলা যায় তত ভালো।
Have a nice day Photo/Shutterstock
আপনার স্বরযন্ত্র রক্ষা করার চেষ্টা করছেন ? ফিস্ ফিস্ শব্দ করবেননা !
যদি আপনার গলা ব্যাথা থাকে আপনি হয়তো আপনার কন্ঠ সংরক্ষণ করতে ফিসফিস করে কথা বলার জন্য প্রলুব্ধ হতে পারেন, কিন্তু তা আপনার কন্ঠনালী আরো ক্ষয় করে দিতে পারে। বিশেষজ্ঞ বলেছেন , আমরা রোগিদের সাধারণ স্বর এ কথা বলতে বলি , কারণ সাধারণ স্বরে কথা বলার চাইতে ফিসফিস করে কথা বলা কষ্টকর।
Cookie Studio/Shutterstock
বাচ্চারা জন্মের আগ থেকেই মায়ের কণ্ঠস্বর চিনে
বাচ্চার বয়স ২৫ সপ্তাহ হয়ে গেলেই, মায়ের কন্ঠ সে চিনিতে পারে এবং সাড়া দিতে পারে। এমনকি বাচ্চারা অন্য মহিলার শব্দের মধ্য থেকেও তাদের মায়ের শব্দ আলাদা করে চিনতে পারে।
internet
আপনার নিজের কন্ঠ ঘৃণা করার বৈজ্ঞানিক কারণ রয়েছে
Cookie Studio/Shutterstock
আপমি যখন কথা বলেন তখন শক্তি আপনার মুখ, গলা এবং মাথার মধ্যদিয়ে ঘুড়ে কানের ভিতরের অংশে আসে। শ্রোতারা আপনার মুখের তরঙ্গ অনুভব করতে পারেনা , তাই নিজের কাছে নিজের সুর অন্যরকম শোনায়।
আপনার স্বর আপনার সম্পর্কে অনেক তথ্য দেয়
গবেষকদের মতে শ্রোতারা আপনার কন্ঠ শুনে ব্যক্তিত্বের বৈশিষ্ট, আর্থ - সামাজিক অবস্থা, এমনকি বৈশিষ্ট্যাবলী যেমন- উচ্চতা, বয়স , ওজন অনেকটাই আন্দাজ করতে পারে ।
Cookie Studio/Shutterstock
কোনো পার্টিতে আপনি উদ্দেশ্যমূলকভাবে চিৎকার করেননি।
আপনি কখনো কারো সাথে হেডফোনে কথা বলছেন এবং অপ্রত্যাশিতভাবে আপনার গলার আওয়াজ বেড়ে গিয়েছে ? বিশেষজ্ঞদের মতে উচ্চ আওয়াজের মধ্যে স্বাভাবিকভাবেই সকলের গলার আওয়াজ বেড়ে যায়।
internet
আপনার কথোপকথন আপনার আকর্ষণ প্রকাশ করে
আপনি হয়তো শুনেছেন ছেলেরা ফ্লার্ট করার সময় তাদের গলার আওয়াজ ছোটো করে ফেলে কিন্তু আপনি কি জানেন মেয়েরাও একই কাজ করে। এক গবেষণায় দেখা গেছে ছেলে-মেয়ে দুই ধরণের মানুষই তাদের বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করতে নিচু স্বরে কথা বলে।
internet
মানুষ আপনার মুখের প্রথম শব্দের উপর ভিত্তি করে আপনাকে বিচার করতে পারে
মানুষের আপনাকে বিচার করতে আপনার বেশি কিছু বলার দরকার পরে না, কিন্তু শুধুমাত্র একটি শব্দ দিয়ে কিভাবে? এটা সক্রিয়, একটি সাধারণ অভিবাদন থেকে মানুষ আপনার বিশ্বস্ততা এবং কর্তৃত্ব আন্দাজ করতে পারে।
Cookie Studio/Shutterstock
আমরা গভীর শব্দ পছন্দ করি
মিয়ামি বিশ্ববিদ্যালয় এবং ডিউক বিশ্ববিদ্যালয় এর মধ্যে এক গবেষণা চালিয়ে দেখা গেছে নিচু স্বরের ব্যক্তিরা উপলব্ধি করে আরো সততা, যোগ্যতা, এবং শারীরিক ক্ষমতা থাকার।
Cookie Studio/Shutterstock
সবাই বাস্তব জিনিস পছন্দ করে
ভবিষ্যতে রোবট আপনার কর্মক্ষেত্রে আপনার স্থান দখল করে নিলেও আপনার এমন একটি বিষয় রয়েছে যা রোবটের নেই- সত্যিকারের স্বর । সম্প্রতি এক জরিপে দেখা গেছে টেক এক্সপার্টরা মানুষের উত্পন্ন শব্দ বেশি পছন্দ করে।
Ridtee Chotechuang/Shutterstock
গভীর স্বরের অধিকারিরা নিজের গভীর স্বর শুনেনা।
পুরুষরা প্রায়ই ৬৫-২৬০ হার্টজ ফ্রিকোয়েন্সিতে কথা বলে। যত কম ফ্রিকোন্সি হবে কন্ঠ তত গভীর হবে।
Kryuchka Yaroslav/Shutterstock
আপনার স্বরতন্ত্রী আপনাকে বেঁচে থাকতে সাহায্য করে
internet
আপনি হয়তো ধারণা করেন আপনার স্বরতন্ত্রী শুধু আপনার কথোপকথনের জন্য। কিন্তু এর প্রাথমিক কাজ বায়ু চলাচলের পথ কে সুরক্ষিত রাখা এবং শ্বাসনালীতে যাতে অস্বাভাবিক কিছু প্রবেশ না করে তা নিশ্চিত করা। নাক,কান,গলা বিশেষজ্ঞদের মতে স্বরতন্ত্রী আপনার শ্বাসরোধ থেকে রক্ষা, ফুস্ফুসে বাতাস সরবরাহ এবং কথা বলতে শব্দ উৎপাদন করে।