
লজিক নামের কোনকিছু এদের অভিধানে নেই!
তিন বছর বয়স থেকে বাচ্চারা চিন্তা করার নানা রকম দক্ষতা অর্জন করতে শুরু করে, কিন্তু আজ আমরা যাদের কথা বলবো এরা সেই সময়টা লাফ দিয়ে পেরিয়ে গেছেন।
একটা বাজে দিনকে ভাল করে দিতে সক্ষম এই মানুষগুলোর কর্মকান্ড, এদের কাজ দেখে আপনিও বলবেন এরা যুক্তির কোন ধার ধারে না!
'স্যার, আমার মনে হয় টমি ভেঙ্গে গেছে!'
© SESHOK / yaplakal
কে জানি বলছিল কলাতে অনেক শক্তি!
© unknown / imgur
পাগলাটে চুলের স্টাইল!
© ateart / imgur
কে জানে কার কখন লাগে!
© RiceBowl9514 / imgur
বাজি ধরে বলবো এটা সবাই পারবে না!
© unknown / imgur
ব্যাটম্যান অফিসে যাচ্ছেন!
© acidcow
টেলিফোনের কত রকম ব্যবহার!
© jordandg14 / reddit
উবার এখন অনেক প্রসারিত হচ্ছে!
© TheSpamburglar / imgur
কি হচ্ছে এখানে!
© alexmix / pikabu
এরা খেতে চায় নাকি পালাতে চায়?
© puggless / imgur
নতুন মেকানিক এসেছে, যদিও সে একটু অদ্ভুত!
© Electrical_Attempt / reddit
যে বাটনগুলো ব্যবহার হয়না সেগুলোকে দারুণভাবে সাজানো!
© Sevnthsyrkle / reddit
এ কেমন পাগলামি!
© youandmeandrainbows / imgur
সবজি যখন মনে প্রশ্ন জাগায়!
© funlovinkrimenal / imgur
একটা কেন ব্যবহার করেন যখন আপনি দুটো বানাতে পারেন!
Mike Inouye @minouye271
কাল থেকে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা শুরু!
© Ahmed Al Saleh / plus.google.com
এভাবেই লাগেজ নিতে হয়!
© hindi.scoopwhoop.com